শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্টের নম্বর কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৩ জন শিক্ষক-শিক্ষিকাকে শোকজ করা হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন উক্ত শিক্ষকদের বিরুদ্ধে লিখিত শোকজের বিষয়টি নিশ্চিত করেন।
শোকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন দিবা বালক শাখার সহকারী প্রধান শিক্ষক মো. ইকরাম আলী ফকির, সহকারী শিক্ষক মাহবুবুল আলম, দিলীপ কুমার বিশ্বাস, ইব্রাহীম মিয়া, মো. সারোয়ার হোসেন, শামীমা আক্তার, জাহিমা খানম, তাসদিদা খানম, প্রভাতী বালিকা শাখার সহকারী প্রধান শিক্ষক শাহাবুদ্দিন শেখ, মো. ওয়াসিম ফকির, মো. কবির হোসেন এবং ভোকেশনাল শাখার ট্রেড-ইন্সট্রাক্টর মো. দেলোয়ার হোসেন ও মো. নুরুন্নবী সরকার।
এ ব্যাপারে শোকজপ্রাপ্ত সহকারী শিক্ষক জাহিমা খানম জানান, তিনি নোটিশটি ২৩ ডিসেম্বর পেয়েছেন। নোটিশের জবাব তিনি সময়মতই উর্দ্ধতন কর্তৃপক্ষকে দিবেন।
শোকজপ্রাপ্ত দিবা বালক শাখার সহকারী প্রধান শিক্ষক মো. ইকরাম আলী ফকির জানান, নোটিশ পেয়েছি তবে জবাব এখনো দেইনি। তিনি ২২ ডিসেম্বর নোটিশ পেয়েছেন এবং সময়মত তার বক্তব্য তার কর্তৃপক্ষকে তিনি জানাবেন।
প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন জানান, গত ১১ ডিসেম্বর বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে কয়েকটি শ্রেণীর শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্টের নম্বর প্রদানে কিছু শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠে। এ্যাসাইনমেন্টে নম্বর প্রাপ্তিতে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনদের মধ্যে চরম হতাশা, মনোকষ্ট ও ক্ষোভের সৃষ্টি হয়।