ঢাকার কেরানীগঞ্জের নবনির্বাচিত ১০ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেওয়ার আগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক। শপথ অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
১১টি ইউনিয়ন নিয়ে গঠিত কেরানীগঞ্জ উপজেলা। গত ২৮ নভেম্বর কেরানীগঞ্জের ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। মামলার জটিলতা থাকায় স্থগিত রয়েছে হযরতপুর ইউনিয়নের নির্বাচন।
রোহিতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী, বাস্তা ইউপি চেয়ারম্যান আশকর আলী, কোন্ডা ইউপি চেয়ারম্যান মুহম্মাদ সাইদুর রহমান চৌধুরী, কালিন্দী ইউপি চেয়ারম্যান ফজলুল হক, শাক্তা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান লাট মিয়া, জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু ও কলাতিয়া ইউপি চেয়ারম্যান তাহের আলী তারা প্রত্যেকেই আ. লীগের মনোয়নয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন।