পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে তিনটি কালি মন্দিরের ১০টি প্রতিমা ভাঙচুর করা হয়েছে।
এ ঘটনায় শুক্রবার (১৯ নভেম্বর) সকালে এক ইউপি সদস্য প্রার্থীসহ সনাতন ধর্মাবলম্বী দুইজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বহুবাধ এলাকার কালিমন্দির, ঠাকুরপাড়া কালীমন্দির ও দোমুর্কী কালিমন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, আলোয়াখোয়া ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর তৃতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ইউনিয়নে আলোয়াখোয়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডে বর্তমান সদস্য শক্তি চন্দ্র পাল এবং শাহাজান আলী নামে দুইজন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হিন্দু সম্প্রদায় অধ্যুষিত এই এলাকায় নির্বাচনকে ঘিরে সহিংসতা সৃষ্টি অথবা হিন্দু সম্প্রদায়ের ভোট ও সমর্থন আদায়ে প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে স্থানীয়দের ধারণা। এ ঘটনায় আজ সকালে শক্তি চন্দ্র পাল এবং তার সমর্থক সনাতন পালকে আটক করা হয়েছে।
জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায় বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটানো হয়েছে। প্রতিমা ভাঙচুরের ঘটনায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান যারাই জড়িত, তাদের গ্রেপ্তার করা হোক এবং ইতিমধ্যে যাদের গ্রেপ্তার করা হয়েছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই ঘটনাস্থলে যাই। এ ঘটনায় ইউপি সদস্য প্রার্থী শক্তি চন্দ্র পাল এবং সনাতন পাল নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, “ঘটনা শুনেই আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, চলমান ইউপি নির্বাচনকে কেন্দ্র করেই অনাকাঙ্খিত এই ঘটনা ঘটেছে। তবে তদন্তে আরও ঘটনা বেরিয়ে আসতে পারে।”