সদ্য প্রয়াত জয়নাল হাজারীর বাসভবন ‘শৈল কুটির’কে জাদুঘরে রূপান্তর করার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী।
নিজাম উদ্দিন হাজারী বলেন, “জয়নাল হাজারীর পরিবার-পরিজনের সঙ্গে কথা বলে তার বাড়িটি স্মৃতি জাদুঘর তৈরি করা হবে।”
এছাড়া জয়নাল হাজারীর মৃত্যুতে তিনদিনের শোক পালন ঘোষণা করেছে ফেনী জেলা আওয়ামী লীগ। তিন দিনের (২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর) শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। কর্মসূচিগুলো হলো আলোচনা সভা, কালো ব্যাচ ধারণ, কোরআন খতম, দোয়া এবং মিলাদ মাহফিল।
পারিবারিক সিদ্ধান্ত মতে বিকাল সাড়ে ৪টায় ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জয়নাল হাজারীর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জয়নাল হাজারীর কথা অনুযায়ী মুজিব উদ্যানে তার দাফন করা হবে।
এর আগে সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান জয়নাল হাজারী। তিনি ফেনী-২ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া দীর্ঘ সময় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।