সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পড়ে ছিল আরাফাত (১২) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাসস্ট্যান্ডে সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
আরাফাত রাঙ্গামাটির আজাহার আলীর ছেলে। সে আশুলিয়ার কবিরপুরের বাইদগাঁও মহল্লায় একটি আবাসিক মাদ্রাসায় পড়াশুনা করত।
স্থানীয়রা জানান, দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে এক ছাত্রকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতালের নিয়ে যান তারা।
এবিষয়ে বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম আব্দুল্লাহ জানান, দুপুরে কয়েকজন মিলে আরাফাত নামে এক শিশুকে হাসপাতালে নিয়ে আসে। তবে ওই শিশুকে হাসপাতালের আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
এঘটনায় আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে। সেই সঙ্গে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।