• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৯:৪৩ পিএম
সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত
ছবি: সংবাদ প্রকাশ

চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের জয়রামপুর কাঁঠালতলা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছের আরো একজন।  

সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দর্শনার দিক থেকে প্রানআরএফএল গ্রুপের একটি মালবহনকারী শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় তার পাশ দিয়ে টিভিএস মোটরসাইকেল আরোহী তিনজনও দ্রুতগতিতে যাচ্ছিল। কাঁঠালতলা পার হয়ে কানাপুকুরের সামনে সড়কে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আরো দুজন গুরুত্বর আহত হয়। পরে আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আরো একজন মারা যান। 

নিহতরা হলেন- দর্শনা আকন্দবাড়িয়া গ্রামের কায়েস উদ্দিনের ছেলে রিফাত (১৮) এবং দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি আমডাঙ্গা গ্রামের ইমান আলীর ছেলে লাল্টু (২৫)। 

এছাড়া গুরুত্বর আহত পৌর এলাকার রামনগর গ্রামের হাফিজুর রহমানের ছেলে মানিক (১৮)। তারা তিন বন্ধু দর্শনা সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। 

দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, আহত মানিকের অবস্থাও আশঙ্কাজনক। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। 

লাল্টুর লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর রিফাতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে বলে জানান তিনি।

বিষয়টি দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন। 

Link copied!