• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

সেই এসআই পুলিশ লাইনে প্রত্যাহার


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০৪:২০ পিএম
সেই এসআই পুলিশ লাইনে প্রত্যাহার

হবিগঞ্জের মাধবপুরে বিজয়ী ইউপি সদস্যকে টাকার মালা পরানো সেই এসআই মমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) তিনি হবিগঞ্জ পুলিশ লাইনে যোগদান করেন। এর আগে বুধবার (১২ জানুয়ারি) তাকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করার আদেশ দেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি।

এদিকে জনপ্রতিনিধিকে একজন পুলিশ কর্মকর্তার টাকার মালা পরানোর ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এসআই মমিনুল ইসলাম বলেন, “আমি বাঘাসুরা বিটের দায়িত্বে ছিলাম। আইনশৃঙ্খলাসহ নানা কাজে জনপ্রতিনিধিদের সঙ্গে কাজ করতে হয়। নির্বাচনের পর আমি এলাকায় গেলে অন্যরা ইউপি সদস্যকে মালা পরিয়ে দিচ্ছিলেন। তখন আমি না বুঝে অন্যের হাতের মালা নিয়ে পরিয়ে দিয়েছি।”

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, পুলিশ লাইনে এসআই মমিনুল ইসলামকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। তবে কি কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে তা বলা হয়নি। আদেশে শুধু প্রশাসনিক কারণ উল্লেখ করা হয়েছে।

গত ৫ জানুয়ারি মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাঘাসুরা ইউপিতে মেম্বার পদে জয়ী হন তাজুল ইসলাম মহালদার। নির্বাচনের পর দিন ৬ জানুয়ারি এসআই (নিরস্ত্র) মমিনুল ইসলাম নির্বাচিত ইউপি সদস্য তাজুল ইসলাম মহালদারের গলায় টাকার মালা পরিয়ে তাকে বরণ করেন।

ওই ইউনিয়নের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন এসআই মমিনুল ইসলাম। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা হয়।

Link copied!