লক্ষ্মীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় ওই গৃহবধূর স্বর্ণালংকার ও নগদ টাকাও লুট করা হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) ভুক্তভোগী ওই গৃহবধূকে সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ভোরে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী, স্বজন ও পুলিশ জানায়, রোববার ভোররাতে স্থানীয় চরমটুয়া গ্রামে কৃষক আব্দুর রহমানের ঘরে সিঁধ কেটে প্রবেশ করে সুমন, নাজিম, হোসেন, ইউছুফ ও হারুন। এ সময় ঘরের সবার হাত-পা ও মুখ বেঁধে গৃহবধূকে ধর্ষণ করে তারা। পরে তারা ওই গৃহবধূর ব্যবহৃত স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন জানান, নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে পুলিশকে অবহিত করা হয়েছে, তার ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছে।
পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, গৃহবধূকে ধর্ষণের খবর পেয়ে পুলিশের একাধিক টিমকে ঘটনাস্থল, এলাকা ও হাসপাতালসহ মাঠে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে, অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানান পুলিশ সুপার।