• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৯:০৬ এএম
সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক

বাগেরহাটের শরণখোলায় তিন নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি স্বর্ণের আংটি ও ২ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা সদরের পাঁচরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন পারভীন বেগম (২০), শারমিন বেগম (২২) ও মৌসুমী বেগম (২৪)। তারা সবাই বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজার এলাকায় অস্থায়ীভাবে বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, উপজেলার পশ্চিম খাদা গ্রামের নাছিমা বেগম রায়েন্দা বাজারের স্বর্ণকারের দোকান থেকে দুটি স্বর্ণের আংটি মেরামত করে বাড়ি ফিরছিলেন। পথে পাঁচরাস্তা মোড়ে নাদিয়া ফার্মেসিতে ওষুধ কিনতে ঢুকলে ছিনতাইকারী পারভীন বেগম কৌশলে তার ভ্যানিটি ব্যাগ খুলে দুটি আংটি এবং ২ হাজার ১০০ টাকা বের করে নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পাশের লোকজন দেখে ধাওয়া করে তাকে ও তার দুই সহযোগীকে ধরে ফেলেন।

শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, এই ছিনতাই চক্রে ১০-১২ জন সদস্য রয়েছেন। এরা কয়েকটি দলে ভাগ হয়ে উপজেলা সদরের রায়েন্দা বাজারসহ বিভিন্ন এলাকা ছিনতাই করে। এদের দলে পুরুষ সদস্যও রয়েছেন। 

এসআই মনিরুল আরও জানান, আটকরা সবাই বেদে সম্প্রদায়ের। বর্তমানে বাগেরহাটের খানহাজান আলী (রহ.) মাজার এলাকায় বসবাস করছেন তারা। বেদে পেশা মন্দা হওয়ায় ছিনতাইকে বেছে নিয়েছেন তারা। এ ঘটনায় মামলা করা হবে।

Link copied!