কুড়িগ্রামের রাজারহাট উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে রাজারহাট হেলিপ্যাড মাঠে গণসমাবেশে ভার্চুয়ালি উপস্থিত থেকে এ ঘোষণা দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগী সংস্থা আরডিআরএস বাংলাদেশ-এর বাস্তবায়নে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্প আয়োজিত সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, ইউএনও নূরে তাসনিম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিবিএফজি প্রজেক্ট ম্যানেজার নজরুল ইসলাম চৌধুরী ও আরডিআরএস এর হেড অফ ডেভেলপমেন্ট প্রোগ্রামার আব্দুল সামাদ।
গণসমাবেশে বাল্যবিবাহ মুক্ত ফলক উন্মোচন, বাল্যবিবাহকে লালকার্ড প্রদর্শন ও শপথ পাঠ করানো হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, কিশোর-কিশোরী ক্লাবের সদস্যসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।