• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজবাড়ীতে গঙ্গাস্নান অনুষ্ঠিত


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০২:০৮ পিএম
রাজবাড়ীতে গঙ্গাস্নান অনুষ্ঠিত

পুণ্য লাভের আশার রাজবাড়ী পদ্মা নদীতে শুরু হয়েছে গঙ্গা স্নান। মাঘী পূর্ণিমায় প্রতি বছর মতো এবারও দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন স্নান করতে। হাজার হাজার মানুষের কোলাহলে মুখরিত সদর উপজেলার গোদার বাজার পদ্মার পাড়।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) গোদার বাজারে গিয়ে দেখা যায়, সকাল থেকে সানাতনধর্মালম্বীরা পদ্মা পাড়ে এসেছেন। পদ্মার পাড়ে বসেই কেউ গীতা পাঠ করছেন, আবার কেউ নাম জপ করছেন। 

ভক্তরা বিশ্বাস করেন, এই দিন গঙ্গা স্নান করলে পুণ্য অর্জন করা যায়। মনে করা হয় মাঘী পূর্ণিমার পুণ্য তিথিতে স্বয়ং নারায়ণের বাস থাকে গঙ্গায়। তাই যদি এই তিথিতে গঙ্গায় স্নান করা হয় তা হলে জীবন থেকে দুঃখ, রোগব্যাধি একেবারে মুছে যায় এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। 

লোকনাথ মন্দিরের মহারাজ স্বপন মহারাজ জানান, “সত্য যুগ থেকে শুরু হওয়া এই ধর্মীয় উৎসব আজও পালন করে আসছেন ধর্মপ্রাণ মানুষ।”

লক্ষ্মীকোলের বাসিন্দা শ্যামলী জানান, “স্নানের পর পোশাক পাল্টানো এবং টয়লেটের ব্যবস্থা না থাকায় অনেককেই অসুবিধায় পড়তে হচ্ছে। পৌরসভা অথবা জেলা প্রশাসনের উচিৎ অন্তত এই দিনের জন্য সুব্যবস্থার আয়োজন করা।”

সনাতন ধর্ম অনুযায়ী বাঙালিদের কাছে মাঘী পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। এই দিনটিকে অতি পবিত্র দিন হিসেবে ধরা হয়। এই দিন নানা কাজের মাধ্যমে জীবনে পুণ্য অর্জন করা যায়।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!