খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও মর্যদাহানীকর বক্তব্যর অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে রাজশাহী ও চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে।
রোববার (১২ ডিসেম্বর) সকালে এ আবেদন করেন সাইফুল ইসলাম নামের বগুড়ার এক আইনজীবী।
আদালতের বিচারক জিয়াউর রহমান অভিযোগ গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন বলে জানা গেছে।
এদিকে, মুরাদসহ দুইজনের বিরুদ্ধে একই অভিযোগে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলার আবেদন করেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী। মামলার অপর আসামি হলেন মহিউদ্দিন হেলাল নাহিদ।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, আজকে মামলা ফাইলিং হয়েছে। তবে বিচারক ছুটিতে থাকায় আগামীকালকে শুনানি অনুষ্ঠিত হবে।
জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর পদত্যাগ করতে বাধ্য হন মুরাদ হাসান। পরে জামালপুরের স্থানীয় আওয়ামী লীগের পদও হারান তিনি।
বৃহস্পতিবার রাত ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে কানাডার উদ্দেশে রওনা দেন। কিন্তু কানাডায় প্রবেশ করতে ব্যর্থ হন তিনি।