• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

মুন্সিপাড়া থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৯:২৯ এএম
মুন্সিপাড়া থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মুন্সিপাড়া এলাকা থেকে সালমা বেগম (২৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সালমা বেগম সিলেট শহরতলির শাহপরাণ দলইপাড়া এলাকার রিয়াজ উদ্দিনের মেয়ে। তারা দীর্ঘদিন থেকে মুন্সিপাড়ায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এ কে লায়েক বলেন, “রাত ১০টার দিকে সালমার মা ও ভাবি শারমিন আমার কাছে এসে ঘটনা জানালে আমি তাৎক্ষণিক পুলিশকে অবগত করি।”

এরপর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

নারীর ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।

Link copied!