• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০৪:৩১ পিএম
মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

পাবনার কাশিনাথপুরের যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত হয়েছে। নিহত লিটন আলী (৩৪) পাবনার ফরিদপুর উপজেলার হাদল গোয়াল গাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে।

মাধপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইছাহাক আলী জানান, সোমবার সকালে পিয়াস নামের যাত্রীবাহী একটি বাস কাজিরহাট থেকে পাবনা শহরের দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে বাসটি পাবনা-ঢাকা মহাসড়কের কাশিনাথপুরের দ্বারিয়াপুরে পৌঁছালে উল্টোদিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক লিটন আলী নিহত হন।

পুলিশ বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও হেলপার পালাতক রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Link copied!