• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ভাবিকে পিটিয়ে হত্যা করল দুই দেবর


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ০৯:১৪ এএম
ভাবিকে পিটিয়ে হত্যা করল দুই দেবর

কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জেরে নাজমা আক্তার (৩৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দুই দেবরের বিরুদ্ধে। 

শনিবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজমা মথুরাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোবরগাড়া গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী।

এ তথ্য নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, জমির ভাগ-বাটোয়ারা নিয়ে নাজমার সঙ্গে দেবর শাহীন ও তুহিনের পূর্ববিরোধ ছিল। শনিবার বিকেলে এ বিষয় নিয়ে তাদের সঙ্গে বিবাদে জড়ান নাজমা। কথা-কাটাকাটির একপর্যায়ে শাহীন ও তুহিন বাঁশ দিয়ে নাজমার মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই মারা যান নাজমা।

ওসি জাবীদ আরো জানান, রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। অভিযুক্তরা পলাতক।

Link copied!