• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬
বিনা টিকিটে রেল ভ্রমণ

ব্লক চেকিংয়ে জরিমানা আদায় ৪ লাখ টাকা


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২১, ০২:৩৭ পিএম
ব্লক চেকিংয়ে জরিমানা আদায় ৪ লাখ টাকা

পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ১ হাজার ৯৫৮ জন যাত্রীর কাছ থেকে ভাড়াসহ ৪ লাখ ৩৩ হাজার ৭২০ টাকা জরিমানা আদায় করেছে। 

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় বিভিন্ন স্টেশন থেকে আন্তঃনগর যাত্রীবাহী ট্রেনে ব্লক চেকিং করে এ জরিমানা করা হয়।

পাকশী রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিও) একেএম নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্লক চেকিংয়ে রেলওয়ে জংশন স্টেশনের টিআইসি খুলনা, রাজবাড়ি, সান্তাহার, ঈশ্বরদী এসআরআই ঈশ্বরদী, জেআরআই পার্বতীপুর ও রাজশাহী এই কার্যক্রম পরিচালনা করা হয়। 

যাত্রীবাহী ট্রেনগুলো হলো আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, আন্তঃনগর রূপসা এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস। 

পাকশি রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিও) একেএম নুরুল আলম জানান, বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায়ে ১ হাজার ৯৫৮ যাত্রীর কাছ থেকে ভাড়া বাবদ ২ লাখ ৮৮ হাজার ৫১০ টাকা ও জরিমানা ১ লাখ ৪৫ হাজার ২১০ টাকা আদায় করা হয়। স্টেশনে ব্লক চেকিং করে ট্রেনে ভ্রমণকারীদের টিকিট চেক করা হয়। এ সময় টিকিট দেখাতে না পারায় যাত্রীদের জরিমানা করা হয়। বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দীনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সরকারি বাণিজ্যিক কর্মকর্তা এ কে এম নুরুল আলম, টিআইসি ঈশ্বরদীর অংশুমান রায় চৌধুরী, টিআইসি খুলনার মোহাম্মদ শামীমুর রহমান, সান্তাহারের টিআইসি মো. হাবিবুর রহমান, রাজবাড়ির জেটিআইসি মো. শফিকুর রহমান, এসএসআরআই ঈশ্বরদীর মো. আব্দুল মাবুদ, আরআই রাজশাহীর উৎপল কুমার কর্মকার, পাবর্তীপুরের জিআরআই মো. রায়হান কোভিদ, সান্তাহারের জিআরআই মো. রবিউল ইসলাম ও টিটিই বরকত, নাসির, হাসিব, সুমন, শুভ, নাসিমুল।

Link copied!