• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৮:৪০ এএম
বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

রাজবাড়ীর গোয়ালন্দে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ করে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইউছুফ (২৫) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৬ নভেম্বর) অভিযুক্ত ইউসুফকে গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

এর আগে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ইউসুফের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ করেন। অভিযুক্ত ইউসুফ ফরিদপুর কোতোয়ালি থানার দক্ষিণ চর মাধবদিয়া দিরাজতুল্লা ডাংগী গ্রামের সোলায়মানের ছেলে।

শনিবার (২৭ নভেম্বর) ভুক্তভোগী কিশোরীর মায়ের অভিযোগ পত্র থেকে  জানা যায়, ইউসুফ মাঝেমধ্যেই তার মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলতো। মোবাইলে কথা বলতে নিষেধ করায় সে ক্ষিপ্ত হয়ে ফোন করে আরও বেশি উত্যক্ত করতো। সোমবার (২২ নভেম্বর) আনুমানিক বেলা ১১টার দিকে মেয়েটি স্থানীয় আতর চেয়ারম্যানের বাজারে গেলে সেখান থেকে কৌশলে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

এর দুইদিন পর বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে তার মেয়ে বাড়ি ফিরে আসে এবং জানায় ইউসুফ তাকে তুলে নিয়ে যায়। ফরিদপুর কোতয়ালী থানার কামারডাঙ্গী এলাকায় এক মামার বাড়ি নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সে ধর্ষণ করে। 

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির জানান, এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে ওইদিন রাতেই অভিযুক্ত ইউসুফকে গ্রেপ্তার করা হয় এবং তদন্ত সাপেক্ষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে রাজবাড়ীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Link copied!