রাজবাড়ীর গোয়ালন্দে বাস চাপায় প্রাণ গেল এক স্কুল ভ্যানচালকের। ভ্যান চালকের নাম মিজান প্রমানিক (২৫)। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রামের মৃত নূরুল ইসলাম প্রমানিকের ছেলে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা ২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৪-৫৬০৯) মকবুলের দোকান নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা স্কুলভ্যানকে ধাক্কা দেয়। এসময় ভ্যানটিতে কোনো শিক্ষার্থী ছিল না। ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক। স্থানীয়রা ঘাতক বাসটিকে গোয়ালন্দ মোড়ে আটকে রেখে আহলাদিপুর হাইওয়ে পুলিশকে খবর দিলে তারা লাশটিকে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ঘাতক বাসটিকে আটক করে।
আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে এবং ঘাতক বাসটিকে আটক করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয় প্রক্রিয়াধীন।