বান্দরবানের রুমায় সামাজিক বৈঠকে কথা-কাটাকাটির জেরে পাঁচজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের আবু পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবু পাড়ার প্রধান লংরুই ম্রো (৬৫), তার ছেলে রুংথুই ম্রো (৪২), লেংরুং ম্রো (৩৮), মেনওয়াই ম্রো (২৯) ও রিংরাও ম্রো (২৬)। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুম চাষের জন্য জঙ্গল কাটা নিয়ে পাড়াবাসীদের সঙ্গে ওই পরিবারের বিরোধ চলে আসছিল। দুই গ্রুপের বাগবিতণ্ডার জেরে দেশীয় অস্ত্র নিয়ে পাড়া প্রধান লংরুই ম্রোসহ পরিবারের ওপর হামলা চালায় পাড়াবাসীরা। এতে ঘটনাস্থলে লংরুই ম্রো ও তার বড় ছেলে রুংথুই ম্রো মারা যান। বাকিরা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী বলেন, “পাঁচ জনকে হত্যার ঘটনা আমরা শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি।”