সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বকমারি খালে মাছ ও কাঁকড়া ধরার সময় ১১ জেলেকে আটক করেছে বন বিভাগ।
রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটক জেলেরা হলেন শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের আব্দুল্লাহ্ (২৮), ফজলুল করিম (৩৫), মাজেদ (৩৬), ওয়াজেদ গাজী (৩০), রফিকুল ইসলাম (৪৫), শাহিনুর (৪৪), শাকিব (২০), মফিজুল (৪৫), শহিদ (৩২), সাগর (৪০) ও তরিকুল ইসলাম (৪৫)। দুই দিন সুন্দরবনে পালিয়ে ছিলেন এসব জেলে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা এম এ হাসান জানান, অবৈধভাবে অনুপ্রবেশ করে বকমারি খালে তারা মাছ ও কাঁকড়া ধরছিলেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) তাদের ধরতে অভিযান চালানো হয়। টের পেয়ে জেলেরা নৌকা ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যান। পরে তাদের ধরার জন্য সুন্দরবন থেকে বের হওয়ার সব কটি পয়েন্টে নজরদারি বাড়ানো হয়।
এম এ হাসান আরও জানান, দুই দিন পালিয়ে থাকার পর শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই জেলেরা লোকালয়ে ফিরে আসার চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।