• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ফের বন্য হাতির লাশ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১, ০৩:১৭ পিএম
ফের বন্য হাতির লাশ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্তে বন্য হাতির লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বন্য হাতির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। ভোরে হাতির মরদেহটি উদ্ধার করা হয়।

এ নিয়ে ১০ দিনের ব্যবধানে শেরপুর সীমান্তে দুটি মরদেহ উদ্ধারের ঘটনা ঘটল। এর আগে ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় আরেকটি বন্য হাতির মরদেহ উদ্ধার হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া বন্য হাতিটি পুরুষ। বয়স আনুমানিক ২ বছর এবং কেবল দাঁত উঠতে শুরু করেছে। কয়েক দিন ধরে খাদ্যের সন্ধানে পানিহাতা এলাকায় পাহাড় থেকে বন্য হাতির দল লোকালয়ে নেমে এসে ফসলের ক্ষেতে হানা দিয়ে আসছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন জানান, ময়নাতদন্ত করার পর হাতি মারা যাওয়ার কারণ জানা যাবে।

Link copied!