ফরিদপুরে মাদক ও টাকাসহ দম্পতিকে আটক করেছে জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি)। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকালে তাদের আদালতে পাঠানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রাকিবুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এছাড়া ২০ হাজার টাকাও পাওয়া যায় তাদের কাছে। আটককৃতরা হলেন সদর উপজেলার শেভারামপুর এলাকার নিরোধ সাহার ছেলে লিটন সাহা (৩৮) ও তার স্ত্রী শুকলা সমাদ্দার (৩২)। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।