ফেসবুকে পরিচয়, অতঃপর প্রেম। সেই প্রেমের টানে সুদূর মেক্সিকো থেকে বাংলাদেশে এসেছেন গাডিস নাইলি টরিবিও মরালেস (৩২)। বিয়ে করেছেন প্রেমিক রবিউল হাসান রুমনকে (২৯)।
রুমন সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামের আলহাজ মো. নজরুল ইসলামের ছেলে। তিনি ময়মনসিংহের রুমডো ইনস্টিটিউট অব মডার্ন টেকনোলজি থেকে মেকানিক্যালে ডিপ্লোমা সম্পন্ন করে বর্তমানে ফ্রিল্যান্সিংয়ে জড়িত।
এদিকে রবিউলকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন গাডিস নাইলি টরিবিও মরালেস। তার নাম এখন লাইলী আক্তার।
রবিউল জানান, ২০১৯ সালে ফেসবুকে টরিবিও মরালেসের সঙ্গে পরিচয় হয় তার। সেই পরিচয় থেকে বন্ধুত্ব ও প্রেম। প্রেমের টানে রোববার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশে আসেন মরালেস। এরপর ঢাকা জজ কোর্টে গিয়ে দুজনে বিয়ে করেন।
মরালেস মেক্সিকোর পোএবলা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। তিনি আরও জানান, কিছুদিন শ্বশুরবাড়িতে থেকে মেক্সিকোতে ফিরে যাবেন তিনি। পরে দুই দেশের নিয়মানুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রবিউলকে মেক্সিকোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে তার।