চট্টগ্রামের রাউজানে প্রেমিকাকে হত্যা করে জয় বড়ুয়া নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। প্রেমিকার বিয়ের খবর শুনে জয় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জয় বড়ুয়া ওই এলাকার নিরেন্দ্র বড়ুয়ার ছেলে এবং হত্যার শিকার অন্বেষা চৌধুরী একই এলাকার রঞ্জিত চৌধুরীর মেয়ে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করে জানান, দুই বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল। ১০ মার্চ অন্বেষার বিয়ে ঠিক করে পরিবার। বিষয়টি জানতে পেরে রোববার মেয়েটিকে নিজ বাড়িতে ডেকে নেয় জয়। রাত ৯টার দিকে জয় তার চাচার একটি পরিত্যক্ত বাড়িতে অন্বেষাকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মৃত্যু নিশ্চিত করতে গলায় ছুরিকাঘাত করে। এরপর নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।