বান্দরবানের লামায় দুই শিশুসন্তানকে ঘরে আটকে রেখে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ ও বসতবাড়ি লুটপাটের ঘটনায় জয়নাল আবেদীন নামের একজনকে আটক করেছে র্যাব-১৫।
রোববার (২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় বান্দরবান ক্যাম্পের একটি দল উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের মাস্টারপাড়া পাহাড় থেকে চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী ওই নারী উপজেলার রূপসী পাড়া ইউনিয়নের বৈদ্যভিটা এলাকায় নিজ বাড়িতে সন্তানদের থাকতেন। ২২ ডিসেম্বর গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা তার মুখ চেপে ধরে হাত-পা বেঁধে ফেলে এবং তার দুই শিশুসন্তানকে ঘরে তালাবন্ধ করে রেখে রাতভর ধর্ষণ ও নির্যাতন চালায়।
ধর্ষণের পর দুর্বৃত্তরা বাড়ির আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। পরদিন সকালে প্রতিবেশী এক নারী ওই নারীকে হাত-পা বাঁধা অবস্থায় পেয়ে আশপাশের লোকজনকে খবর দেয় এবং তার চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে জয়নাল আবেদীনসহ দুইজনের বিরুদ্ধে মামলা করেন।
এ ঘটনায় র্যাব-১৫-এর বান্দরবান ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ২ জানুয়ারি সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের মাস্টারপাড়া পাহাড়ের পাদদেশে জঙ্গলাকীর্ণ এলাকা হতে জয়নাল আবেদীনকে আটক করে।
লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, “ধর্ষণ মামলায় অভিযুক্ত ব্যক্তি আটকের বিষয়ে এখন পর্যন্ত আমরা কিছুই জানি না। থানায় হস্তান্তর করলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”