• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৮:৩৩ এএম
পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে জেলার সদর উপজেলার কুসুমহাটি ও শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীবরদীর ভায়াডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সুলতান মিয়া নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার শিমুলচুড়া গ্রামে। 

অন্যদিকে জেলার সদর উপজেলার কুসুমহাটিতে চলন্ত ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আরেক মোটরসাইকেল চালক সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!