• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ১২:১৭ পিএম
পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরে পূর্বশত্রুতার জেরে কবির হোসেন (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে গাজীপুর মহানগরীর দীঘিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার জাকির হাসান জানান, নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের দীঘিরচালা এলাকায় প্রভাতি স্কুলের সামনে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কবিরের গলায় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

স্থানীয়রা জানান, নিহত কবির হোসেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদক ব্যবসার কারণে পূর্বশত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়।  

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান জানান, নিহতের ঘাড়ের বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

Link copied!