• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পানিতে ডুবে শিশুর মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৭:৩৬ পিএম
পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পানিতে পড়ে মো. আবরার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ)  বিকেলের দিকে উপজেলার ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আবরার ৩ নম্বর ওয়ার্ডের ছমিরহাট বাজার সংলগ্ন মোহাম্মদ করিমের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি বাড়ির উঠানে খেলাধুলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে যায়। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!