• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশবান্ধব রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ০৩:৫৮ পিএম
পরিবেশবান্ধব রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন

মোহনগঞ্জ-ঢাকা ভায়া নেত্রকোনা রেলপথে পরিবেশবান্ধব যাত্রী সেবার মান উন্নয়ন ও টিকিট বিক্রয়ে পরিপূর্ণ ডিজিটাল ব্যবস্থা চালুসহ ডাবল রেল লাইন স্থাপনের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। 

জেলা শহরের পৌরসভার সামনের সড়কে একটি সামাজিক সংস্থার উদ্যোগে রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, উদিচী, শিকড়, নারী প্রগতি সংঘসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে যাত্রী সেবার মান উন্নয়ন ও টিকিট বিক্রয়ে পরিপূর্ণ ডিজিটাল ব্যবস্থা চালুসহ ডাবল রেল লাইন স্থাপনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, শিকড়ের সভাপতি আফম রফিকুল ইসলাম খান আপেল, জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, নারী প্রগতি সংঘের আলপনা ঘোষ প্রমুখ।

Link copied!