তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পঞ্চগড় সদর ও আটোয়ারী উপজেলার ১৫টি ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৬টিতে নৌকা বিজয়ী হয়েছে, ৮টিতে স্বতন্ত্র ও একটিতে জাতীয় পার্টি জয়ী হয়েছে।
রোববার (২৮ নভেম্বর) রাত ১১টার সময় বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন।
নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন পঞ্চগড় সদর ইউনিয়নের আল ইমরান খান (মোটরসাইকেল প্রতীক), ধাক্কামারা ইউনিয়নে সাইফুল ইসলাম দুলাল (মোটরসাইকেল প্রতীক), সাতমেরা ইউনিয়নে রবিউল ইসলাম রবি (মোটরসাইকেল প্রতীক), কামাত কাজল দিঘী ইউনিয়নে তোফায়েল প্রধান (আনারস প্রতীক), চাকলারহাট ইউনিয়নে রবিউল ইসলাম (মোটরসাইকেল প্রতীক), মাগুরা ইউনিয়নে জ্যোতিষ চন্দ্র রায় (নৌকা প্রতীক), হাড়িভাসা ইউনিয়নে মোহাম্মদ সায়েদ নুরে আলম (অটোরিকশা প্রতীক), হাফিজাবাদ ইউনিয়নে জাতীয় পার্টির ইসমাইল হোসেন (লাঙ্গল প্রতীক), অমরখানা ইউনিয়নের নুরুজ্জামান (নৌকা প্রতীক), গরিনাবাড়ী ইউনিয়নে মনোয়ার হোসেন দিপু (নৌকা প্রতীক),
এদিকে আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে আব্দুস সামাদ আজাদ (ঘড়া প্রতীক), তোড়িয়া ইউনিয়নে মোহাম্মদ শাহ (চশমা প্রতীক), আলোয়াখোয়া ইউনিয়নে মোজাক্কারুল আলম (নৌকা প্রতীক), ধামোর ইউনিয়নে মোহাম্মদ আবু তাহের (নৌকা প্রতীক), রাধানগর ইউনিয়নে আবু জাহেদ (নৌকা প্রতীক) বিজয়ী হয়েছেন।