নির্বাচনে জিতেও পালিয়ে বেড়াচ্ছেন নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মো. বেলাল হোসেন!
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ জানুয়ারি ৪৯৭ ভোট পেয়ে জয় লাভ করেন বেলাল হোসেন। তার প্রতিদ্বন্দ্বী রজব আলী পেয়ছেন ৪৯৪ ভোট।
এদিকে ফল ঘোষণার কিছুক্ষণ পরেই বেলাল হোসেনের বাড়িতে প্রতিপক্ষ রজব আলীর সমর্থকরা হামলা চালায় বলে অভিযোগ করেছেন বিজয়ী মেম্বার বেলাল হোসেন। বর্তমানে তিনি প্রাণনাশের ভয়ে বাড়ি থেকে পালিয়ে রয়েছেন। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চান তিনি।
অপর দিকে রজব আলী ও তার সমর্থকরা জানান, তাদের বাড়িতেই বেলাল মেম্বার ও তার সমর্থকরা হামলা চালিয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”