• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচনে হেরে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ০৩:৪৪ পিএম
নির্বাচনে হেরে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে ইউপি নির্বাচনে পরাজিত বাকলজোড়া ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান স্ট্রোক করে মারা গেছেন। তিনি আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

হাবিবুর রহমান (৩৫) ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামের মৃত চান্দ আলীর ছেলে। তিনি উপজেলা যুবলীগের নেতা ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২৯ নভেম্বর) সকাল থেকে তিনি বুকে ব্যথা জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। দুপুরে বুকের ব্যথা বেশি বেড়ে গেলে স্বজনরা তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানজিরুল ইসলাম রায়হান তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বাকলজোড়া ইউনিয়নে তিনজন চেয়ারম্যান প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৩ হাজার ৩০০টি। আরেক স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী তালুকদার মোটরসাইকেল প্রতীক নিয়ে ৫ হাজার ৯৫১ ভোট পেয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সফিকুল ইসলাম সফিক নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন ৫ হাজার ৫৬৬টি।

Link copied!