নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের আট দিন পর ফয়সাল নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে র্যাব
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে সোনারগাঁয়ের বাগ মহিষা ঋষিপাড়া এলাকার একটি ডোবা থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফয়সাল লাহাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
র্যাব-১১-এর প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৬ জানুয়ারি রাত ৯টার দিকে সোনারগাঁয়ের লাহাপাড়া গ্রামের মামার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি ফয়সাল। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন তার মামা মো. মানিক বাদী হয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।
পরে র্যাব-১১-এর গোয়েন্দা দল নিখোঁজ ফয়সালের সন্ধানে নামেন। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহস্পতিবার বিকেলে র্যাব সোনারগাঁ পৌর এলাকা থেকে অপূর্ব শীল নামে এক যুবককে গ্রেপ্তার করে। অপূর্ব শীল বাগ মহিষা ঋষিপাড়া গ্রামের তপন শীলের ছেলে।
তানভীর মাহমুদ পাশা জানান, র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার অপূর্ব জানান, তিনি ফয়সালকে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যার করে পাশের ডোবায় ফেলে দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঋষিপাড়ার ডোবায় অপূর্বর মরদেহ পাওয়া যায়।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, “পুলিশ অপূর্বর মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।”