জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৮টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনসমূহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।
এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম সোলায়মান আলী, গোলাম হক্কানি, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।