• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নগদ টাকাই কাল হলো ঢাবির সাবেক অধ্যাপকের!


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২, ০৯:৪১ এএম
নগদ টাকাই কাল হলো ঢাবির সাবেক অধ্যাপকের!

হাতে থাকা নগদ টাকাই কাল হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেকের।

পুলিশ জানায়, এই টাকার জন্যই তাকে লাশ হতে হয়েছে। টাকার লোভ সামলাতে না পেরে ওই সাবেক অধ্যাপককে হত্যা করেন রাজমিস্ত্রি। এ অভিযোগে রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে নিখোঁজ ছিলেন তিনি। শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে এই অধ্যাপকের বাসার কিছুটা দূরে একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম আনোয়ার হোসেন। 

অধ্যাপকের বাড়ি নির্মাণে যুক্ত ছিলেন আনোয়ার। তার দেওয়া তথ্যমতে সকালে সাঈদা গাফ্ফারের লাশ উদ্ধার করা হয়েছে বলে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব-এ খোদা জানিয়েছেন।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে শ্বাসরোধে হত্যার দায় স্বীকার করেছেন আনোয়ার। তবে কারণ এখনও জানা যায়নি। নিহত সাইদা গাফ্ফারের বয়স ৭১। ২০১৬ সাল অবসরে যান তিনি। গত ১১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব-এ খোদা বলেন, “ওই অধ্যাপক যে বাসায় ভাড়া থাকতেন তার পাশের জমিতে তিনি বাড়ি নির্মাণের কাজ করাচ্ছিলেন। শুক্রবার সকালে সেই প্রকল্পের আনুমানিক ২০০ গজ দূর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঢাবির প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, “অধ্যাপক সাঈদা গাফ্ফার পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ছিলেন। কয়েক বছর ধরে তিনি অবসর জীবন যাপন করছিলেন।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!