• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ০১:৪৬ পিএম
দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

দুই জেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নারায়ণগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ এবং জয়পুরহাটে বাস-পিকআপভ্যানের  মুখোমুখি সংঘর্ষে চালক মারা গেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

চাকরির সাক্ষাৎকার দিয়ে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে স্বামীর সঙ্গে বাসায় ফেরার পথে ফতুল্লার পাগলা তালতলা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সুমাইয়া আক্তার সাবি (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় তার স্বামী প্রাণে বেঁচে গেছেন।

শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা তালতলা হাজী আফসার করিম মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। সুমাইয়া সদর উপজেলার সৈয়দপুর কড়ইতলা এলাকার আইনুল হকের মেয়ে ও আলমগীর হোসেনের স্ত্রী।

সুমাইয়ার বাবা আইনুল হক জানান, সুমাইয়া সকালে তার স্বামী আলমগীরকে নিয়ে ঢাকার শাখারী বাজার এলাকায় একটি চাকরির সাক্ষাৎকার দেওয়ার জন্য যান। সাক্ষাৎকার শেষে স্বামীর মোটরসাইকেলে সৈয়দপুরের বাসায় যাচ্ছিলেন। পথে পাগলা তালতলা হাজী আফসার করিম মার্কেটের সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে রাস্তায় ছিটকে রাস্তায় পড়েন সুমাইয়া। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই সুমাইয়ার মৃত্যু হয়। ২০১৩ সালে তার বিয়ে হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

জয়পুরহাট

বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা নামে এক পিকআপভ্যান চালকের মৃত্যু হয়েছে। পিকআপভ্যানে থাকা এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) সকালে ক্ষেতলাল উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের শালবন এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পিকআপ চালক মাসুদ রানা চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুবাগান গ্রামের মৃত নাজিমউদ্দিন চৌধুরীর ছেলে। আহত মাছ ব্যবসায়ী মনোরঞ্জন গোমস্তাপুর উপজেলার দৌলভপুর গ্রামের বিশ্বনাথ হাওলাদারের ছেলে।

ওসি নীরেন্দ্রনাথ মন্ডল জানান, পিকআপভ্যান চালক মাসুদ রানা মাছ ব্যবসায়ীকে নিয়ে বগুড়ার মোকামতলাতে মাছ বিক্রি করে  চাপাইনবাবগঞ্জে ফিরছিলেন। পথে ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

ওসি আরও জানান, এঘটনায় পিকআপভ্যানে থাকা মাছ ব্যবসায়ী মনোরঞ্জন আহত হয়েছেন। স্থানীয়রা আহত মনোরঞ্জনকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হওয়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।  

Link copied!