• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ওসমান পরিবারের প্রার্থী তৈমুর: আইভী


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০৬:২৮ পিএম
ওসমান পরিবারের প্রার্থী তৈমুর: আইভী

তৈমুর আলম খন্দকার বিএনপির প্রার্থী না, স্বতন্ত্র প্রার্থী না; তিনি ওসমান পরিবারের প্রার্থী বলে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

শনিবার (৮ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের বন্দরে ২৪ নম্বর ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণায় নেমে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন আইভী। 

শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য। তার বড় ভাই সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য। শুক্রবার (৭ জানুয়ারি) বন্দরের লক্ষ্মণখোলা এলাকায় স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের প্রচার-প্রচারণায় অংশ নেন জাপা–দলীয় চার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তারা সবাই সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। আইভীর গণসংযোগকালে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনসহ মুক্তিযোদ্ধারা অংশ নেন। 

সেলিনা হায়াৎ আইভী বলেন, “তৈমুর আলম খন্দকার গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী। উনি বিএনপির প্রার্থী না, স্বতন্ত্র প্রার্থী না; তিনি ওসমান পরিবারের প্রার্থী। গতকালের প্রচারণায় আপনারা দেখেছেন, সেখানে সাংসদ সেলিম ওসমানের অনুসারী চার ইউপি চেয়ারম্যান তার সঙ্গে ছিলেন। এতে প্রমাণিত হয়, সারা নারায়ণগঞ্জে কয়েক দিন ধরে যে গুঞ্জন ছিল—তৈমুর আলম খন্দকার গডফাদার শামীম ওসমানের প্রার্থী—সেটি প্রমাণিত হয়েছে।”

দলের সমর্থন প্রসঙ্গে আইভী বলেন, “আওয়ামী লীগে দ্বন্দ্ব স্পষ্ট হল কিনা জানি না। সকল নেতাকর্মীরা আমার সঙ্গে, দল আমার সঙ্গে আছে।”

আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আরও বলেন, “দলের হাইকমান্ড কালকে সব দেখেছে। পত্রপত্রিকায়ও খবর এসেছে। তারা দেখেছে এবং তারা এ বিষয়ে দেখবে। আমি বলতে চাই, আমি নির্বাচন করি জনতার শক্তিতে। জনতাই আমার শক্তি, দল আমার মনোবল। এসব মিলিয়ে আমি নির্বাচন করি। আমি কোনো গডফাদারের দিকে তাকিয়ে নির্বাচন করি না। আমি বলেছি, কালকে জাতীয় পার্টির চেয়ারম্যানরা প্রকাশ্যে নেমেছে। এতে প্রমাণিত হয় কারা তার সঙ্গে আছে, কারা তাকে সাপোর্ট দিচ্ছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!