বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ১০টায় সদর থানার মহিষবাথান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় এ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব-১২।
গ্রেপ্তাররা হলেন মো. রুবেল (২৭), মো. বেলাল গাজী (৫০), মো. ব্রজ (৩০), মো. ইমরান হোসেন (২২), জীবন দাস (৩২), মো. ভোট মিয়া (২৬), মো. কাজল (২৩), মো. শাফি খাঁ (৩০), মো. রবিউল (২৮)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়া জেলার সদর থানার মহিষবাথান সরকার পাড়া এলাকায় মোখলেসুর রহমানের নির্মাণাধীন ভবনের নিচতলায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে র্যাব-১২-এর একটি দল অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৫টি ছুরি, ১টি রশি এবং মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং আদালতে প্রেরণ করা হবে।