• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জমি নিয়ে ২ পক্ষের সংঘর্ষে নিহত ১


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৪, ২০২২, ০৭:৩৩ পিএম
জমি নিয়ে ২ পক্ষের সংঘর্ষে নিহত ১

নওগাঁর আত্রাই উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে ঘটনা ঘটেছে। সংঘর্ষে সবুর আলী শাহ্ (৪৫) নামের এক জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন উভয় পক্ষের ১৪ জন। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

পুলিশ জানায়, উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জয়সাড়া (উত্তর পাড়া) গ্রামের আব্দুস ছামাদ ও মোজাম্মেল হকের মধ্যে বসতবাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে মোজাম্মেল হক জায়গাটি দখল করতে গেলে আব্দুস ছামাদ ও তার লোকজন বাধা দেয়। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায় ভয়াবহ সংঘর্ষ বেঁধে যায়। এতে সবুর আলী শাহ্সহ আরও অনেকে গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে সবুর আলী অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরের দিন শুক্রবার (৪ মার্চ) সকাল ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। পুলিশ ময়নাতদন্তের জন্য নিহত সবুর আলীর মরদেহ ন‌ওগাঁ মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!