• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

চুলার আগুনে বসতবাড়ি পুড়ে ছাই


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০৯:০৭ পিএম
চুলার আগুনে বসতবাড়ি পুড়ে ছাই
আগুন নেভানোর চেষ্টা করছে স্থানীয়রা/ ছবি : সংবাদ প্রকাশ

কক্সবাজারের পেকুয়ায় উপজেলার সদর ইউনিয়নে রান্নাঘরের চুলা থেকে সৃষ্ট আগুনে তিন সহোদরের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। 

সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা পুরাতন বাঘগুজারা গ্রামে ভয়াবহ এই আগুন লাগার ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্তরা হলেন- মৃত আবু আহম্মদের ছেলে মৃত হাকিম আলী, মোহাম্মদ নুরুচ্ছফা ও নুরুল আমিনের পরিবার। 

এ বিষয়ে ইউপি সদস্য শাহেদুল ইসলাম জানান, সকালে তিন পরিবারের লোকজন এক কিলোমিটার দুরে ক্ষেতের কাজে যায়। সকাল ১১টার দিকে নুরুল আমিনের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে ছড়িয়ে পড়ে চারদিকে। পরে আগুন দেখে স্থানীয় বাসিন্দারা নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুনে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে না পারায় পুড়ে যায় তিন বসতঘর ও গবাদিপশু হাঁস-মুরগি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন গেলেও এর আগেই তিন বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে মালামালসহ প্রায় ৩০ লক্ষ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলেও জানান এই ইউপি সদস্য।

ক্ষতিগ্রস্ত পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার শিক্ষক হাফেজ নুর মোহাম্মদ বলেন, “পরিবারের লোকজনের অবর্তমানে মূহুর্তেই তিন ভাইয়ের বসতভিটা পুড়ে যায়। একই সঙ্গে গৃহপালিত পশু-পাখি পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।”

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

Link copied!