• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

চুরির অভিযোগে খুঁটিতে বেঁধে নির্যাতন


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ০৩:২৫ পিএম
চুরির অভিযোগে খুঁটিতে বেঁধে নির্যাতন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চুরির অভিযোগে খুঁটিতে বেঁধে সাদ্দাম হোসেন (২২) নামে এক যুবককে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় দোকানের মালিককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে আলমডাঙ্গা পৌর এলাকার হাফিজ মোড়ে শেখ ট্রেডার্সে এ ঘটনা ঘটে। সাদ্দাম আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার আকমল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আলমডাঙ্গা পৌর এলাকার হাফিজ মোড়ে শেখ ট্রেডার্সের মালিক আমানুল্লাহর মুদির দোকান রয়েছে। মঙ্গলবার দুপুরে গাড়ি থেকে অর্ডারের পণ্য আনলোডের সময় সাদ্দাম ওই গাড়ি থেকে নুডলস ও কিছু মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ধরে এনে আমানুল্লাহর কাছে নিয়ে যায়। এরপর আমানুল্লাহ প্রকাশ্যে দোকানের খুঁটির সঙ্গে সাদ্দামের দুই হাত বেঁধে একটি পাইপ দিয়ে মারধর করেন।

এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

ব্যবসায়ী শেখ আমানুল্লাহ বলেন, “বিভিন্ন সময় আমার প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এতে আমি অতিষ্ঠ ছিলাম। কিছুতেই চোর ধরতে পারতাম না। আজ (মঙ্গলবার) নারিকেল তেল ও নুডলসের প্যাকেট চুরির সময় হাতেহাতে ধরে স্থানীয়রা আমার কাছে নিয়ে আসে। তবে তাকে দোকানের খুঁটিতে বেঁধে মারধর করা আমার অন্যায় হয়েছে।”

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “পুলিশ খবর পেয়ে সাদ্দামকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নির্যাতনের বিষয়টি পুলিশের জানা ছিল না। পরে সংবাদকর্মীদের মাধ্যমে নির্যাতনের ভিডিও দেখেছি। এভাবে আইন হাতে কেউ তুলে নিতে পারেন না। পরে দোকানের মালিক আমানুল্লাকে আটক করেছে পুলিশ।”

Link copied!