• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রামে করোনা সংক্রমণের হার কমেছে


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ১২:৪১ পিএম
চট্টগ্রামে করোনা সংক্রমণের হার কমেছে

চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ হার কমছে। গত মাসের শেষ দিকে আক্রান্তের হার কমতে শুরু করে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সংক্রমণ হার নির্ণীত হয় ১৮ দশমিক ৮৮ শতাংশ। মৃত্যুশূন্য এদিনে ৫৮০ জন নতুন আক্রান্ত শনাক্ত হন।

করোনা সংক্রান্ত জেলার হালনাগাদ পরিস্থিতি নিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো বৃহস্পতিবারের (৩ ফেব্রুয়ারি) প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের গতকালের দেখা যায়, চট্টগ্রামে করোনা পরীক্ষার জন্য অনুমোদিত ১৬ ল্যাবরেটরির মধ্যে ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর দশ ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে গতকাল ৩ হাজার ৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৫৮০ জনের মধ্যে শহরের ৪১৮ জন ও ১৪ উপজেলার ১৬২ জন। উপজেলার ১৬২ জনের মধ্যে হাটহাজারীতে ৩১ জন, রাউজান ও চন্দনাইশে ২১ জন করে, পটিয়ায় ১৬ জন, আনোয়ারায় ১৫ জন, লোহাগাড়ায় ১০ জন, বোয়ালখালীতে ৯ জন, বাঁশখালীতে ৮ জন, মিরসরাইয়ে ৭ জন, ফটিকছড়ি ও সন্দ্বীপে ৬ জন করে, রাঙ্গুনিয়ায় ৫ জন, সীতাকুণ্ডে ৪ জন ও সাতকানিয়ায় ৩ জন রয়েছেন। কর্ণফুলী উপজেলায় একজন আক্রান্তও মেলেনি। 

জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৫৭২ জনে। এর মধ্যে শহরের ৮৮ হাজার ৬০১ জন এবং গ্রামের ৩২ হাজার ৯৭১ জন। 

বুধবার করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৫৯ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৪ জন ও গ্রামের ৬২৫ জন।

Link copied!