কক্সবাজারের চকরিয়ার হারবাং ইউনিয়নের মুসলিম পাড়ায় ভাড়া বাসা থেকে ইয়াছমিন আক্তার (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইয়াছমিন গাড়িচালক মোয়াজ্জেম হোসেনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি জানান, সন্ধ্যায় মুসলিম পাড়ার কয়েকজন ব্যক্তি পুলিশকে জানায়, ভাড়া বাসায় ফাঁস খেয়ে মারা গেছে ইয়াছমিন। পুলিশ ওই ঘর তল্লাশি করে সিগারেটের অংশবিশেষ পায়। এতে সন্দেহ হলে বাসা লাগোয়া কয়েকজন বাসিন্দার সঙ্গে আলাপ করে জানতে পারি, স্বামীর অনুপস্থিতিতে প্রতিদিনের মতো এক ব্যক্তি বিকেলে ওই ঘরে আসে। সন্ধ্যায় চলে যায় লোকটি। এরপর উৎসুক কয়েকজন নারী ওই বাসায় গেলে ঝুলন্ত অবস্থায় ইয়াছমিনের মরদেহ দেখতে পায়।
স্থানীয়দের বরাতে ওসি আরও জানান, নিহত ইয়াছমিনের প্রথম স্বামীর ঘরে আট বছর বয়সী এক সন্তান থাকলেও সে থাকত বাবার সঙ্গে। গাড়িচালক মোয়াজ্জেম কয়েক দিন প্রথম স্ত্রীর ঘরে, কয়েক দিন ইয়ামিনের ঘরে থাকত। ঘটনার সময় মোয়াজ্জেম ঢাকায় ছিলেন।
নিহত ইয়াছমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।