• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

খালেদা জিয়ার জন্য গণ-আন্দোলন করব : তৈমূর


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ০৯:৪২ এএম
খালেদা জিয়ার জন্য গণ-আন্দোলন করব : তৈমূর

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত হয়েছেন দলটির নারায়ণগঞ্জ জেলার সাবেক আহ্বায়ক তৈমূর আলম খন্দকার। বহিষ্কার হয়েও তিনি বিএনপির হয়ে কাজ করে যাবেন বলে জানান। সেই সুবাদে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য় এবং ইভিএমের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৯ জানুয়ারি) রাতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শহরের মাসদাইরে মজলুম মিলনায়তনে দোয়া, মিলাদ ও কেক কাটা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, অসুস্থ চেয়ারপারসন খালেদা জিয়া ও জিয়া পরিবারের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

তৈমূর আলম খন্দকার বলেন, ‌“খালেদা জিয়ার মুক্তির জন্য গণ-আন্দোলন গড়ে তুলব। সেই সঙ্গে নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহারের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলব।”

তৈমূর আলম খন্দকার আরও বলেন, “জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমী নেতা, যার আদর্শ আমরা লালন করি, বুকে ধারণ করি। আমরা এখন গণতন্ত্র মুক্তির আন্দোলনে আছি। সে আন্দোলনে রাজপথে আমার ভূমিকা থাকবে আরও জোরালো।”

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি, মহানগর বিএনপি, জেলা ও মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ দলের বিভিন্ন পর্যায়ের তৃণমূলের নেতা-কর্মীরা।

Link copied!