• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্যাম্প থেকে রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০২:১৫ পিএম
ক্যাম্প থেকে রোহিঙ্গা ডাকাত গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া ২৭ ক্যাম্পে অভিযান চালিয়ে একাধিক মামলা পলাতক আসামি রোহিঙ্গা ডাকাত নুর আহম্মদকে (৩২) গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ।

শনিবার (৪ ডিসেম্বর) রাতে ক্যাম্প এলাকা থেকে নুর আহম্মদকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার নুর আহম্মদ  জাদিমুড়া ২৭ ক্যাম্পের ব্লক-বি ১১-এর বাসিন্দা লাল মিয়ার ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।

তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া ক্যাম্পের এপিবিএন পুলিশের একটি দল ক্যাম্পে অভিযান চালিয়ে নুর আহম্মদকে গ্রেপ্তার করে। নর আহম্মদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি। গ্রেপ্তার রোহিঙ্গার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!