কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার আলোচিত কামাল হত্যা মামলার প্রধান আসামি মো. ওমান মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-১৪ (ভৈরব ক্যাম্প-সিপিসি-৩)।
ভৈরবের আলোচিত কামাল হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ওমানসহ এ নিয়ে মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২৭ ফেব্রুয়ারি) ভোরে ব্রাহ্মণবাড়ীয়া আখাউড়া থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
এদিকে আসামি ওমানের গ্রেপ্তারের খবরে এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে।
এ বিষয়ে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, “পৌর শহরের ঘোড়াকান্দা গ্রামের কামাল মিয়া ও জাকির মিয়ার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মাদক কারবারি ওমানের বিরোধ ছিল। বিরোধের জেরে ওমান তার বাহিনী নিয়ে গত ২ ফেব্রুয়ারি গভীর রাতে জাকির মিয়া ও কামাল মিয়ার উপর হামলা চালায়। হামলায় কামাল মিয়া ও জাকির মিয়া গুরুতর আহত হয়। পরে কামাল মিয়া চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। আর জাকির মিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।”
পরে এ ঘটনায় নিহতের ভাই জামাল মিয়া বাদী হয়ে ওই দিন রাতেই ভৈরব থানায় ২৩ জনের নাম উল্ল্যেখসহ অজ্ঞাত নামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।