• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
লালমনিরহাট

করোনা পরিস্থিতির মধ্যেও শুরু শিল্পপণ্য মেলা


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ১১:৪৫ এএম
করোনা পরিস্থিতির মধ্যেও শুরু শিল্পপণ্য মেলা

দেশে যখন লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে মৃত্যুর সংখ্যা, তখন লালমনিরহাটে জমকালো আয়োজনে শুরু হলো মাসব্যাপী শিল্পপণ্য মেলা। 

প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্ট রংপুরের সার্বিক ব্যবস্থাপনায় ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লালমনিরহাটের আয়োজনে বুধবার (১২ জানুয়ারি) বিকেলে শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর।

এদিকে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। আজ (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হচ্ছে এই বিধিনিষেধ। এ সময়ে সবাইকে ১১ দফা নির্দেশনা মেনে চলতে হয়েছে।

১১ দফা নির্দেশনার ১০ নম্বর নির্দেশনা হলো, উন্মুক্ত স্থানে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ-পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে। 

নাম প্রকাশে অনিচ্ছুক মেলায় আগত কয়েকজন দর্শনার্থী জানান, দেশে করোনা পরিস্থিতি দিন দিন আবারও খারাপের দিকে যাচ্ছে। লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ঠিক এ সময় লালমনিরহাটে মেলার আয়োজন করে লোক সমাগম ঘটানো বিপদজনক। মেলায় রকমারি পণ্যের দর্শনীয় স্টলসহ হরেক রকমের বিনোদনের আকর্ষণে মানুষ ভিড় জমাবে। মেলায় আগত দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে না পারলে লালমনিরহাটে করোনা সংক্রমণ বৃদ্ধি পাবে বলেও তারা মন্তব্য করেন। 

মেলা কর্তৃপক্ষ বলছেন, স্বাস্থ্যবিধি মেনেই দর্শনার্থীদের মেলা প্রাঙ্গণে প্রবেশের অনুমিত দেওয়া হবে।

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শাহ সুফী নুর মোহাম্মদ, পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এস এ হামিদ বাবু। 

Link copied!