• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

কক্সবাজারে নারীকে ধর্ষণের ঘটনায় বাবু রিমান্ডে


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ০৭:৩৮ পিএম
কক্সবাজারে নারীকে ধর্ষণের ঘটনায় বাবু রিমান্ডে

কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে এক নারীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি মেহেদী হাসান বাবুর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনছুর সিদ্দিকী এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে গ্রেপ্তার বাবুকে আদালতে হাজির করে পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন করে। দীর্ঘ শুনানির পর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

মামলার তদন্ত কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে দুপুরে মামলার প্রধান আসামি আশিকুল ইসলাম আশিকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এখন পর্যন্ত এ ঘটনার মূলহোতা আশিকসহ সাতজন গ্রেপ্তার হয়েছেন।

গত ২২ ডিসেম্বর স্বামী-সন্তানকে জিম্মি ও হত্যার ভয় দেখিয়ে ওই নারীকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে রাত দেড়টার দিকে কক্সবাজারের কলাতলীর জিয়া গেস্ট ইন নামে একটি হোটেল থেকে তাকে উদ্ধার করে র‌্যাব-১৫। 

চাঞ্চল্যকর এ ধর্ষণের ঘটনায় ২৩ ডিসেম্বর রাতে কক্সবাজার সদর থানায় চারজনের নাম উল্লেখ করে মোট সাতজনের বিরুদ্ধে মামলা করেন ওই নারীর স্বামী।

মামলার আসামিরা হলেন আশিকুল ইসলাম আশিক, তার তিন সহযোগী আবদুল জব্বার ওরফে ইস্রাফিল হুদা ওরফে জয়, মেহেদী হাসান বাবু ও রিয়াজ উদ্দিন ছোটন। অন্য তিন আসামি অজ্ঞাতনামা।

Link copied!