• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ওমিক্রন : ৭ বাড়িতে টাঙানো হল ‘লাল পতাকা’


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০৭:৫৯ পিএম
ওমিক্রন : ৭ বাড়িতে টাঙানো হল ‘লাল পতাকা’
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের নতুন ধরন ‌‘ওমিক্রন’ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা ফেরত সাতজনের বাড়িতে লাল পতাকা টাঙিয়েছে স্থানীয় প্রশাসন। একইসঙ্গে তাদের হোম কোয়ারিন্টিনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে জেলার কসবা, নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ আফ্রিকা ফেরত ওই প্রবাসীদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়।

এ প্রসঙ্গে জেলা সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ জানান, সোমবার (২৯ নভেম্বর) আফ্রিকা থেকে আগতদের তালিকা স্বাস্থ্য বিভাগের হাতে আসে। তালিকায় দেওয়া তথ্য অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার সাতজন প্রবাসী রয়েছেন। সামাজিক সংক্রমণরোধে আগতদের বাধ্যতামূলক হোম কোয়ারিন্টিনের ব্যবস্থা করা হয়েছে।”

এছাড়া বিদেশ থেকে আগতদের কোনো উপসর্গ থাকলে তাদের নমুনা সংগ্রহ করা হবে। করোনার অস্তিত্ব ধরা পড়লে প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনা হবে। পাশাপাশি আখাউড়া স্থলবন্দরের বিভিন্ন সতর্কতা নেওয়া হবে বলেও তিনি জানান।

জেলা করোনা প্রতিরোধ কমিটি সূত্রে জানা যায়, আগত সাত প্রবাসীর বাড়িতে প্রাথমিক নিরাপত্তা পদক্ষেপ হিসেবে লাল পতাকা টাঙিয়ে হোম কোয়ারিন্টিনে রাখার সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে আখাউড়া স্থলবন্দর দিয়ে সব যাত্রী পারাপারে ও কঠিনভাবে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা জারি করা হয়।”

এদিকে চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরেন কসবার পাঁচজন, বাঞ্চারামপুরের একজন ও নবীনগরের একজন।

তবে এখন পর্যন্ত এ জেলায় ১২ হাজার ৪১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৮০ জন।

Link copied!