• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অ্যাসকাভেটরের আঘাতে প্রাণ গেল বৃদ্ধার


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ০৮:৩১ পিএম
অ্যাসকাভেটরের আঘাতে প্রাণ গেল বৃদ্ধার

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুকুর থেকে মাটি খনন করা দেখতে গিয়ে অ্যাসকেভেটরের (খননযন্ত্র) আঘাতে মরিয়ম বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে মাঝিহট্ট ইউনিয়নের মুরাইল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মরিয়ম ওই গ্রামের শাহাদত প্রামাণিকের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম বাগান থেকে সবজি (শিম) তুলে বাড়ি ফেরার পথে পুকুর থেকে মাটি খনন করা দেখছিলেন। একপর্যায়ে মাটি খনন যন্ত্র অ্যাসকেভেটর ঘুরাতে নিয়ে ধাক্কা দেয় বৃদ্ধাকে। এতে ঘটনাস্থলেই মরিয়মের মৃত্যু হয়। ঘটনার পরপরই অ্যাসকেভেটর রেখে চালক পালিয়ে গেছে। 

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, “অ্যাসকেভেটর হেফাজতে নেয়া হয়েছে। চালক পলাতক আছেন।”

বৃদ্ধার মৃত্যুর ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Link copied!